Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরেঃ

01। অফিসের সংক্ষিপ্ত পরিচিতি ও সাংগঠনিক কাঠামোঃ

(ক) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

(খ) SAF উপসহকারী প্রকৌশলী ( ই জি পি পি )

(গ) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

(ঘ) কার্য-সহকারী ( ব্রীজ/কালভর্ট )

(ঙ) কার্য-সহকারী ( বহুমুখী ঘূর্ণীঝড় আশ্রায়কেন্দ্র )

(চ) অফিস সহায়ক

02। অফিসের কার্যাবলীঃ-

  ক. দুর্যোগ ঝুঁকি ও বিপদাপন্নতা হ্রাস ও জরুরি সাড়া প্রদান;

        খ.  সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন;

        গ.  দুর্যোগ ঝুঁকিহ্রাস এর লক্ষে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় সাধন;

        ঘ.  দুর্যোগের সময় ঝুঁকি কমানোর লক্ষ্যে জনসাধারণ, স্বেচ্ছাসেবক, সরকারি কর্মচারী এবং বিভিন্ন পেশার লোকদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা।

        ঙ.  বিভিন্ন এনজিওর সহযোগিতায় সরকারি কর্মকর্তা/কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং অন্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া।

        চ.  আবহাওয়া সতর্ক সংকেত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান নিশ্চিত করা।

        ছ.  কাজের বিনিময়ে টাকা (গ্রামীণ অবকাঠামো সংস্কার) কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টেষ্ট রিলিফ), ভিজিএফ, জিআর এবং এ ধরনের অন্যান্য কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে                মানবিক সহায়তা প্রদান;

        জ. অতি দরিদ্রদের ঝুঁকিহ্রাসকল্পে বছরের বিভিন্ন সময়ে কর্মাভাবকালে (Lean Period) কর্মসংস্থান নিশ্চিত করা;

        ঝ. প্রাকৃতিক বিপর্যয়ে প্রাপ্ত খাদ্য ও অন্যান্য জরুরি মানবিক সহায়তার ব্যবহার ও বিতরণ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধন;

        ঞ. দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে ক্ষুদ্র ব্রিজ/কালভার্ট এবং বহুমুখী ঘুর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মেরামত;

        ট.  জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দুর্যোগ সহনশীল অভিযোজন কর্মসূচি/প্রকল্প বাস্তবায়ন;

        ঠ.  দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে মানুষ ও গবাদি পশুর যাতায়াতে সহায়তার জন্য ব্রিজ/কালভার্ট এবং হেরিং বোন বন্ড রাস্তা  নির্মাণ।